হোম > সারা দেশ > মাগুরা

নেশার টাকা না পেয়ে বাবা ছুরিকাঘাতে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে

মাগুরা প্রতিনিধি 

মাগুরা সদর হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় নেশার টাকা না পেয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে মফিজুর শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। আজ রোববার সকালে আঠারখাদা মৌলভিবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সুরমান শেখ (৭৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। তাঁর মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মফিজুর দীর্ঘ দিন ধরে নেশাগ্রস্ত ছিল। নানা সময় বাবাকে নেশার টাকার জন্য নির্যাতন করে আসছিলেন। গত কয়েক দিন আগে বাবা-ছেলের মধ্যে হাতাহাতি হয়। জমি বিক্রির জন্য বলেন মফিজুর। এতে অস্বীকৃতি জানালে মফিজুর একটি ধারালো ছুরি দিয়ে বাবার পেটে আঘাত করে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছেন মফিজুর নেশাগ্রস্ত ছিলেন। তার বাবার কাছে নেশার জন্য টাকা চেয়ে আসছিলেন। টাকা না পেলে আজ সকালে ধারালো ছুরি দিয়ে পিতা বাবার পেটে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত ছেলেকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক