হোম > সারা দেশ > সাতক্ষীরা

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক মো. নুরুজ্জামান (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা সড়কে নির্মাণাধীন কালভার্টের খাদে পড়ে তাঁর মৃত্যু হয়। তিনি নীল আকাশ টুডের সম্পাদক ছিলেন।

নুরুজ্জামান শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের নুরনগর খালপাড় এলাকার নুর ইসলামের ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাতে উপজেলা প্রেসক্লাব থেকে বাড়ি ফিরছিলেন নুরুজ্জামান। রাত সাড়ে ১০টার দিকে সাইকেলযোগে গোপালপুর এলাকায় নির্মাণাধীন কালভার্টের জন্য খুঁড়ে রাখা খাদে পড়ে আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাকির হোসেন বলেন, দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। প্রায় পাঁচ-ছয় ফুট ওপর থেকে পড়ে মাথায় লোহার শাটারের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নুরুজ্জামানের বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও