হোম > সারা দেশ > খুলনা

জীবননগরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় মো. ইসমাইল হোসেন (৭০) নামের বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ মঙ্গলবার দুপুরে সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার বাঁকা ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইসমাইলের বাড়ি পাশের মহেশপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি ওই এলাকার মৃত ফকির চাঁনের ছেলে।

আহতেরা—হলেন মহেশপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মুজাহিদেরর ছেলে মো. রমজান ও একই উপজেলার গোকুলনগর গ্রামের মৃত আজহারের ছেলে এলাহি বক্স।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে এলাহি বক্সকের ভ্যানে ইসমাইল ও রমজান জীবননগর বাজার থেকে হাসাদাহের দিকে যাচ্ছিল। ভ্যানটি বাঁকা ব্রিকফিল্ড এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তাঁদের মধ্যে ইসমাইল ও রমজানের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। তবে যশোর নেওয়ার পথে ইসমাইলের মৃত্যু হয়। আহত এলাহি বক্সকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ইসমাইল নামের একজনের মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা