হোম > সারা দেশ > বাগেরহাট

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে আরও এক জাহাজ মোংলায়

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বঙ্গবন্ধু রেলসেতুর স্টিল স্ট্রাকচার (মেশিনারি পণ্য) নিয়ে আসা বিদেশি জাহাজ এমভি হাইডং-৯ মোংলা বন্দরে ভিড়েছে। আজ রোববার বেলা ১২টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, গত ২৪ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে ভিয়েতনামের পতাকাবাহী জাহাজটি। পরে রোববার বেলা ১২টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে এটি। জাহাজটিতে ১৭১ প্যাকেজের ১ হাজার ৫৫৬ মেট্রিকটন পণ্য রয়েছে। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, বেলা ১২টায় ভেড়া জাহাজটি থেকে দুপুর ২টা থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। এরপর নদী পথে খালাস করা এ পণ্য নেওয়া হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে। 

ওয়াহিদুজ্জামান আরও বলেন, এখন মূলত আসছে রেলওয়ে সেতুর মূল স্টাকচারের মালামাল। ভিয়েতনামের জাহাজ হাইডং পণ্য খালাস শেষে ৭ মার্চ মোংলা বন্দর ত্যাগ করবে। 

এর আগে গত ২১ ফেব্রুয়ারি এ রেলসেতুর ৩ হাজার ১৩৪ দশমিক মেট্রিকটন ২৩০ প্যাকেজের স্টিলের পাইপ ও মেশিনারি পণ্য নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার মোংলা বন্দরে এসেছিল। 

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা