হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলাকালে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

খুলনা প্রতিনিধি

শেখ দিদারুল ইসলাম দিদার । ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল ইসলাম দিদার (৬০) মারা গেছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যান দিদার ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামের সাবেক চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনের ছেলে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে নগরীর শিববাড়ী মোড়ে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশ নেন খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থবোধ করলে তাঁকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর শুনে মহানগর ও বিএনপির নেতারা হাসপাতালে উপস্থিত হন।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, ‘দিদারুল ইসলাম ছিলেন বিএনপির একজন নিবেদিত কর্মী। তাঁর মৃত্যুতে ডুমুরিয়ায় দলের শূন্যতা পূরণের নয়। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলে তাঁর জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে