হোম > সারা দেশ > খুলনা

ভারতে পাচারের ২৫ বছর পর দেশে ফিরলেন রূপসার আনোয়ারা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

ভারতে পাচারের ২৫ বছর পর দেশে ফিরলেন রূপসার আনোয়ারা। ছবি: আজকের পত্রিকা

প্রায় ২৫ বছর আগে প্রতারণার ফাঁদে পড়ে ভারতে পাচার হন খুলনার রূপসা উপজেলার কিলো গ্রামের আনোয়ারা গাজী (৪৫)। বয়স তখন মাত্র ২০ বছর। অবশেষে ২৫ বছর পর তিনি ফিরলেন নিজ মাতৃভূমিতে।

গতকাল শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গের ফরাজীপাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আনোয়ারাকে আটক করে। পরে আজ (শনিবার) সকালে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়ন ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে বাংলাদেশের হেফাজতে আনা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, পাচারের পর আনোয়ারা ভারতের কেরালায় অবস্থান করছিলেন। দীর্ঘ ২৫ বছর ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ধরে নিয়েছিল তিনি আর জীবিত নেই।

তবে বিজিবি আনোয়ারার ছবি সংগ্রহ করে সম্ভাব্য ঠিকানা শনাক্ত করে এবং স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহায়তায় ছবিটি তাঁর পরিবারের কাছে পৌঁছে দেয়। ছবি দেখে আবেগে ভেঙে পড়েন তাঁর স্বজনেরা এবং নতুন করে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধেন।

আজ সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের চরভদ্রা বিএসএফ ক্যাম্পের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আনোয়ারা গাজীকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁকে প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান বলেন, ‘সীমান্ত এলাকায় মানব পাচারসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর এবং মানবিক অবস্থানে রয়েছে। আনোয়ারা গাজীকে ফিরিয়ে আনার ঘটনাটি তারই একটি বাস্তব উদাহরণ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে চালিয়ে যাওয়া হবে।’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ