হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মদপানে ৫ জনের মৃত্যু: ভেজাল মদ বিক্রেতা গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় ভেজাল দেশি মদ খেয়ে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ওই মদ তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে খুলনা নগরের রায়ের মহল এলাকার মালেক সড়ক রোডের একটি বাড়ি থেকে মোসলেম আলি (৭৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয়ভাবে ‘হোমিও চিকিৎসক’ হিসেবে পরিচিত মোসলেম আলির একটি দোকান রয়েছে, যার নাম ‘মাতৃশোধন হোমিও ফার্মেসি’। পুলিশ জানায়, ফার্মেসির আড়ালে তিনি বাড়িতে বসে এলকোলি নামের মাদক, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে মদ তৈরি করতেন। শনিবার রাতে ওই ফার্মেসিতে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক আজকের পত্রিকাকে বলেন, আগেও মোসলেম আলির বিরুদ্ধে মদ তৈরির অভিযোগ ছিল। সে সময় গ্রেপ্তার হলেও জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও একই কাজে জড়িয়ে পড়েন।

পুলিশ জানায়, আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনানগর এলাকার একটি ঘেরে বসে কয়েকজন ওই ভেজাল মদ পান করেন। অসুস্থ হয়ে পড়লে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন এবং শনিবার আরও চারজন মারা যান।

প্রথম মৃত্যুর ঘটনা ঘটে শুক্রবার রাতে। খুলনা পাবলিক কলেজের দ্বিতীয় গেট এলাকার বাসিন্দা তোতা মিয়া মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু ধরে তাঁর মরদেহ গ্রামের বাড়ি পিরোজপুরে নেওয়া হয়। পরদিন শনিবার গৌতম, সাহাবুদ্দিন সাবু, আফরোজ হোসেন বাবু ও সাজ্জাদ নামে আরও চারজন মারা যান।

এ ঘটনায় বয়রা দাশপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত