হোম > সারা দেশ > খুলনা

ফেনসিডিলের মামলায় ২ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

ফেনসিডিল বিক্রির মামলায় খুলনার একটি আদালত দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর জেলার কোতোয়ালি থানার চাচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা আনছার আলীর ছেলে জয়নাল আবেদীন এবং অভয়নগর উপজেলার কইকরানপাড়ার বাসিন্দা মো. মিলন হাওলাদারের ছেলে মিল্টন ওরফে পিল্টন হাওলাদার।

সাজাপ্রাপ্ত আসামি মিল্টন হাওলাদার পলাতক রয়েছেন। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

আদালতের সূত্র জানায়, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে খুলনা সদর থানাধীন রেলওয়ে স্টেশনের সামনে ট্রাফিক গোলচত্বরের সামনে দুজন ব্যক্তি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছেন।

এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা ওই স্থানে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুজন ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে ব্যর্থ হন। পুলিশ এ সময় তাঁদের কাছে থাকা বাজারের ব্যাগ হতে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় ওই দিন রাতে গোয়েন্দা পুলিশের এসআই মো. আতাউর রহমান বাদী হয়ে ওই দুজনের বিরুদ্ধে মাদক আইনে খুলনা সদর থানায় মামলা করেন এবং একই বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জয়নাল আবেদীন ও মিল্টন ওরফে পিল্টন হাওলাদারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা