হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে ঘন কুয়াশায় গাছে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেল বাস

চুয়াডাঙ্গার জীবননগরে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগরে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস দুমড়েমুচড়ে গেছে। এতে সাতজন যাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেঁতুলিয়ায় এলাকায় জীবননগর-দত্তনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পেয়েছে পুলিশ। তাঁরা হলেন বাসচালক মোহাম্মদ এবাদুল ইসলাম, আরোহী আল আমিন, মিজান, টিটু তুফান ও ইয়াসিন। এই দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি। সবাই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

দুর্ঘটনার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস। তিনি জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিন্নাহনগর থেকে আট থেকে নয়জন যাত্রী নিয়ে চালক মোহাম্মদ এবাদুল ইসলাম বাস চালিয়ে জীবননগরের দিকে আসছিলেন। বাসটি জীবননগর-দত্তনগর সড়কের তেঁতুলিয়ায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় চালকসহ সাতজন আরোহী আহত হন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোস্তাফিজুর রহমান সুজন বলেন, সকালে আহত কয়েকজন এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁরা বাড়ি ফিরে গেছেন।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত