খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সাংবাদিক সমিতির নতুন কমিটি নির্বাচন শেষ হয়েছে। এতে দৈনিক নয়া শতাব্দীর একরামুল হক সভাপতি ও ট্রিবিউন নিউজের সুমাইয়া আক্তার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে সমিতি কার্যালয়ে এ নির্বাচন হয়। পরে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. খান মেহেদী হাসান।
কমিটির অন্যরা হলেন– সহসভাপতি মুহিব্বুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ প্রতিম কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আলকামা রমিন, অর্থ সম্পাদক খালিদ আহমেদ, দপ্তর সম্পাদক আমিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পাপড়ি খানম। সদস্য ফারুক খান, মোস্তফা কামাল ও মিরাজুল ইসলাম।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন–বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল তালুকদার ও আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আসাদুজ্জামান।