হোম > সারা দেশ > ঝিনাইদহ

জামিনে মুক্তি পাওয়া বিএনপির ১০ নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে পেট্রল বোমা ও ককটেল উদ্ধার মামলায় বিএনপির ১০ নেতা-কর্মী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার জেল থেকে বের হলে তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করেন স্থানীয় নেতা-কর্মীরা।

মামলায় জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর রাতে কোটচাঁদপুর পৌর বিএনপির কার্যালয়ের পেছন থেকে পাঁচটি ককটেল ও তিনটি পেট্রল বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলায় পুলিশ ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।

ওই মামলায় গতকাল মঙ্গলবার আদালত থেকে জামিনে মুক্তি পান ১০ জন নেতা-কর্মী। 

জামিনে মুক্তি পেয়েছেন কোটচাঁদপুর পৌরসভার কাউন্সিলর আবু হানিফ, হাবিবুর রহমান, মনিরুজ্জামান, তোয়াছ উদ্দিন, ইদ্রিস আলী খান, মোয়াজ্জেম হোসেন (৫৫), অসিম হোসেন (৪০), হাদিউজ্জামান (৪০), রিপন উদ্দিন (৩৪), গোলাম মোস্তফা ফারুক (৪২), ইউপি সদস্য আবুল হোসেন (৪০)।

এদিকে নেতা-কর্মীদের জামিনের খবরে জেল গেটে জড়ো হন কোটচাঁদপুর বিএনপির নেতা-কর্মীরা। এরপর জেল থেকে বের হওয়ার পর তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করেন তাঁরা। 

কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এস কে এম সালাহউদ্দীন বুলবুল সিডল বলেন, বোমা ও ককটেল উদ্ধার মামলায় মঙ্গলবার ঝিনাইদহ জেলা দায়রা ও জজ আদালত থেকে জামিনে মুক্তি পান ১০ জন নেতা-কর্মী। তবে কাগজ পত্রের কারণে বুধবার সকালে জেল থেকে বাড়ি ফিরেছেন তাঁরা। 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার