হোম > সারা দেশ > খুলনা

বুলডোজার দিয়ে ভাঙা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবের ম্যুরাল

খুবি প্রতিনিধি 

ভাঙা হলো খুলনা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবের ম্যুরাল। ছবি: সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীরা সমবেত হন। এ সময় বুলডোজার দিয়ে ম্যুরালটি ভাঙা হয়।

গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শেখ মুজিবের ম্যুরালের সামনে সমবেত হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘ফ্যাসিবাদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের আস্তানা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না।’

ততক্ষণে ক্যাম্পাসে একটি বুলডোজার আনা হয়। এ সময় শিক্ষার্থীদের উপস্থিতিতে শেখ মুজিবের ম্যুরাল ভাঙার কাজ শুরু হয়। তবে রাতে একটি বুলডোজার দিয়ে ম্যুরালটি পুরোপুরি ভাঙা সম্ভব হয়নি। এরপর ভাঙার কাজ স্থগিত রাখা হয়। তবে আজকের মধ্যে এটি পুরোপুরি ভাঙা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের ক্যাম্পাসে মুজিববাদের কোনো চিহ্ন থাকতে পারবে না। মুজিবের ম্যুরাল ক্যাম্পাসে থাকলে আমাদের শহীদ ভাইদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।’

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের মতো কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। ফ্যাসিবাদের কোনো চিহ্ন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে না।’

উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৯ সালের ২২ ডিসেম্বর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বেদিসহ ৩৮ ফুট উঁচু ও ৪৩ ফুট বিস্তৃত শেখ মুজিবের ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ স্থাপন করা হয়। এ ম্যুরাল নির্মাণকাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

খুলনায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

‘গুহা’ থেকে অপহৃত ম্যানেজার ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

দ্বিতীয় জানাজা শেষে ডাবলুর দাফন, ‘হত্যার’ বিচারের দাবি পরিবার ও নেতাদের

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা