সাতক্ষীরা-আশাশুনি সড়কের ধুলিহর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার ধুলিহরের দহকুলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের শেখ আরেফিন হোসেনের ছেলে শেখ মোয়াজ হোসেন (২২) এবং তাঁর ফুপাতো ভাই খুলনার বয়রা এলাকার নাফিস হোসেনের ছেলে মাহিম হোসেন (২২)।
ধুলিহর এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইমরান হোসেন জানান, দুই ভাই মোটরসাইকেলে সাতক্ষীরা থেকে আশাশুনির দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।