হোম > সারা দেশ > কুষ্টিয়া

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নিহত, স্বামী হাসপাতালে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সড়কে বৃদ্ধ দম্পতি হতাহতের ঘটনায় আটকে স্থানীয় লোকজন ট্রাক আটকে রাখে। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।

রেহেনা খাতুন একই ইউনিয়নের নওদাখাদিমপুর গ্রামের মন্টু সরদারের স্ত্রী। এ ঘটনায় হাইওয়ে থানা-পুলিশ ট্রাকটি জব্দ করে চালক ও তাঁর সহযোগীকে হেফাজতে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী মন্টু সরদারের সঙ্গে স্থানীয় এক কবিরাজের কাছে যান রেহানা খাতুন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রেহানার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় মন্টু সরদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগী পুলিশের হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার