হোম > সারা দেশ > বাগেরহাট

পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে কোস্টগার্ড ও নৌ-পুলিশ।

নিখোঁজ জেলের নাম বশির শেখ (৪০)। তিনি মোংলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে। চরজাল দিয়ে নদীতে মাছ ধরতেন বশির শেখ।

উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজলুর রহমান জানান, পশুর নদীর হাড়বাড়িয়া এলাকায় মাছ ধরতে গিয়ে গতকাল রাত সাড়ে ১০টার দিকে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন বশির শেখ। ঘটনার পর পরই নৌকায় থাকা অপর সহযোগী সজীব আকন (২২) নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং তাঁকে খোঁজাখুঁজি করেন। কিন্তু বশির শেখকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর নিখোঁজ জেলের পরিবারকে খবর দেওয়া হয়। খবর পেয়ে স্বজন ও স্থানীয় অপর জেলেরা মিলে তল্লাশি চালান। কিন্তু তাঁরাও ব্যর্থ হয়ে ফিরে আসেন। পরবর্তীতে বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার মেজবাউদ্দিন আহমেদ বলেন, আজ সকালে নিখোঁজ জেলের সন্ধানে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল গেছে। একই সঙ্গে চাঁদপাই নৌ-পুলিশও অভিযান চালায়।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক