হোম > সারা দেশ > যশোর

বাগানে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত ১, অবস্থা আশঙ্কাজনক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় বাগান পরিষ্কার করতে গিয়ে পরিত্যক্ত ককটেল বোমা বিস্ফোরণে দাউদ হোসেন নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর আহত দাউদকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার শ্যামলাগাছি গ্রামে ইউপি সদস্য আতিয়ার রহমানের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আহত দাউদ ওই গ্রামের মুস্তাক আহম্মেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাউদ বুধবার দিন সকালে ইউপি সদস্য আতিয়ার রহমানের বাড়িতে শ্রমিকের কাজ করছিলেন দাউদ। বাড়ির পাশে বাগান পরিষ্কার করার সময় হঠাৎ ওই বাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় ওই বোমার স্প্রিন্টারে তার কান ও পিঠ ঝলসে যায়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ বলেন, বোমার স্প্রিন্টারে তাঁর কান ও পিঠ ঝলসে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

শার্শা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে মারাত্মক আহত হয়েছেন ওই শ্রমিক। ঘটনার শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান