হোম > সারা দেশ > ঝিনাইদহ

কালীগঞ্জে মাঠ থেকে স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে তাপস কুমার বিষ্ণু (৫৬) নামে এক স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ও উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের সুনীল বিষ্ণুর ছেলে।

চাচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক হারুন আর রশিদ জানান, তাপস কুমার বেশ কিছুদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (৭ জানুয়ারি) তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে পরে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে রোববার সকালে কালীগঞ্জের ঈশ্বরবা এলাকার একটি মাঠে কাদার মধ্যে তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর রহমান জানান, সকালে পুলিশ এক ব্যক্তিকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তবে এখানে আনার অনেক আগেই তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকালে মাঠের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলশিক্ষকের মৃতদেহ উদ্ধার করে। তবে এখনই বলা যাচ্ছে না তাঁর মৃত্যু কীভাবে হয়েছে। ময়নাতদন্তের পরেই বোঝা যাবে তাঁর মৃত্যুর কারণ।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা