ঝিনাইদহ সদরের সুরাট বাজরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৫ জন। তাঁদের মধ্যে আশিক হোসেন ও বকুল মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এবং রাতে মামলা করা হয় উভয়পক্ষ থেকে। মামলা দায়েরের পর পরই সুরাট ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই মামলায় কত জনকে আসামী করা হয়েছে তা জানা যায়নি।
জানা যায়, আজ বিকেলে সদর উপজেলার সুরাট বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অবস্থান নেয়। সে সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে সন্ধ্যায় উভয়গ্রপের সমর্থকেরা ওই স্থানেই ধাওয়া পাল্টা-ধাওয়ায় লিপ্ত হয়। এতে তাঁদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়।