হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে নৌকা-স্বতন্ত্রের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরের সুরাট বাজরে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ৫ জন। তাঁদের মধ্যে আশিক হোসেন ও বকুল মোল্লাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এবং রাতে মামলা করা হয় উভয়পক্ষ থেকে। মামলা দায়েরের পর পরই সুরাট ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই মামলায় কত জনকে আসামী করা হয়েছে তা জানা যায়নি।

জানা যায়, আজ বিকেলে সদর উপজেলার সুরাট বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা অবস্থান নেয়। সে সময় পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে সন্ধ্যায় উভয়গ্রপের সমর্থকেরা ওই স্থানেই ধাওয়া পাল্টা-ধাওয়ায় লিপ্ত হয়। এতে তাঁদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়। 

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহীন উদ্দিন জানান, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এ ঘটনায় উভয়পক্ষের মামলা হয়েছে। সঙ্গে সঙ্গেই সুরাট ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশরাফ হোসেন, সাবেক চেয়ারম্যান কবির হোসেন ও ছাবু জোয়ারদারকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন ঘিরে সব ধরনের অপ্রিতীকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার