হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মামলায় মা-ছেলে গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় কলেজছাত্রী (১৭) অপহরণ মামলার অভিযুক্ত আসামি মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে খুলনার ফুলবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের স্ত্রী ডলি বেগম (৪৫) ও ছেলে প্রিন্স তালুকদার (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আ. আলিম মামলার বরাত দিয়ে জানান, গত ৮ অক্টোবর সকালে বাড়ি থেকে ওই কিশোরী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামিরা টাউন-নওয়াপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার দুই আসামি মা-ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলেজ ছাত্রী অপহরণ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার আসামিদের রোববার আদালতে সোপর্দ করা হবে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা