হোম > সারা দেশ > খুলনা

ইবি ছাত্রদল নেতাকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়নের

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, ছাত্র ইউনিয়নকে নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিগত ১৬ বছর ধরে ছাত্র ইউনিয়ন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার ৭৩ বছরেও কখনো গুপ্তভাবে সংগঠন পরিচালনা করেনি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নেতারা আরও বলেন, সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ ধারাবাহিক কর্মসূচি পালন করছে এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে। এ ধরনের দায়িত্বহীন বক্তব্য শুধু ইতিহাস বিকৃতিই করে না, বরং চলমান ছাত্ররাজনীতিতে বিভাজন ও বিভ্রান্তি সৃষ্টি করে। ছাত্ররাজনীতির প্রতি দায়িত্বশীলতা বজায় রাখতে এবং ঐক্য অক্ষুণ্ণ রাখতে রোকন উদ্দিনকে অবিলম্বে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ‘কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি’তে ছাত্র ইউনিয়নকে জড়িয়ে এসব কথা বলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন।

জামায়াতের কৃষ্ণের চ্যালেঞ্জ অনেক

প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর মরদেহ উদ্ধার: হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

‘আদালতে হাজিরা দিতে এসে লাশ হয়ে ফিরলে কার কাছে বিচার চাইব’

খুলনায় জোড়া খুন: আসামিদের ভয়ে সন্ত্রস্ত পরিবার, পুলিশের মামলা অজ্ঞাতনামাদের বিরুদ্ধে

পূর্ব সুন্দরবনে অভয়ারণ্যের খালে মাছ ধরার অভিযোগে ১০ জেলে গ্রেপ্তার

গল্লামারী সেতুর নির্মাণকাজ দ্রুত সম্পন্নের দাবিতে ১ ঘণ্টা ‘অচল কর্মসূচি’

খুলনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

খুলনায় জোড়া হত্যা: বিলুপ্ত ‘ইহুদি’ বাহিনীর সদস্য আটক

ক্ষমতায় না গিয়েও অনেকে প্রশাসনিক ক্যুর চেষ্টা করছে: জামায়াত আমির

রাষ্ট্রদ্রোহ মামলায় খুলনা বারের সাবেক সভাপতি কারাগারে