হোম > সারা দেশ > খুলনা

ইবি ছাত্রদল নেতাকে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি ছাত্র ইউনিয়নের

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিনের বক্তব্যকে ‘মিথ্যাচার’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে তাঁর বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে বলেন, ছাত্র ইউনিয়নকে নিয়ে এমন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিগত ১৬ বছর ধরে ছাত্র ইউনিয়ন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। প্রতিষ্ঠার ৭৩ বছরেও কখনো গুপ্তভাবে সংগঠন পরিচালনা করেনি। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

নেতারা আরও বলেন, সাম্য হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ ধারাবাহিক কর্মসূচি পালন করছে এবং উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে। এ ধরনের দায়িত্বহীন বক্তব্য শুধু ইতিহাস বিকৃতিই করে না, বরং চলমান ছাত্ররাজনীতিতে বিভাজন ও বিভ্রান্তি সৃষ্টি করে। ছাত্ররাজনীতির প্রতি দায়িত্বশীলতা বজায় রাখতে এবং ঐক্য অক্ষুণ্ণ রাখতে রোকন উদ্দিনকে অবিলম্বে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য হত্যার প্রতিবাদে ‘কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি’তে ছাত্র ইউনিয়নকে জড়িয়ে এসব কথা বলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন।

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক