হোম > সারা দেশ > সাতক্ষীরা

পোলট্রির বর্জ্য ফেলতে গিয়ে পাওয়া গেল মানুষের হাড়গোড় 

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে মাটির নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে হাড়গোড় উদ্ধার করা হয়।

এ ঘটনা পর নাজমুল হোসেন শিমুল (৩৮) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন। শিমুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের রাশেদ গাজীর ছেলে। 

কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, আজ বৃহস্পতিবার সকালে কয়েকজন শ্রমিক কাজ করতে যাওয়ার সময় বিষ্ণুপুর গ্রামের মনীষ দাসের পোলট্রি খামারের বিষ্ঠা ফেলার স্থানে মানুষের মাথার খুলি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মাটির নিচ থেকে মানুষের মাথাসহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করে। এ ছাড়া সেখান থেকে একটি প্লাস্টিকের বস্তার অংশবিশেষ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, ‘বছর দেড় আগে তাঁকে হত্যার পর বস্তায় ভরে লাশ পুঁতে রেখে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।’ ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত বলা যাবে। 

উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের তসলিম হোসেন ছোট বলেন, তাঁর মেয়ের জামাই শিমুলকে থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নু জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন। সে সাভার এলাকার এক ইটভাটার শ্রমিক। 

কালিগঞ্জের মনোহরপুর গ্রামের জামাত আলী বলেন, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর ছেলে ইসমাইল হোসেন (৩৪) বাড়ি থেকে বিষ্ণুপুর বাজারের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। তিনি ঢাকার সাভার এলাকার একটি ইটভাটায় সর্দার ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। উদ্ধারকৃত হাড়গোড় ইসমাইল হোসেনের বলে ধারণা করছেন তিনি। 

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ও থানার উপপরিদর্শক (এসআই) নকিব পান্নুর মোবাইল ফোনে যোগাযোগ করলে তাঁরা ফোন ধরেননি।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক