হোম > সারা দেশ > যশোর

সপ্তাহে ৩ দিন চলবে বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম

প্রতিনিধি, শার্শা (বেনাপোল)

দেশের করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের সময়সীমা সংক্ষিপ্ত করা হয়েছে। এখন থেকে প্রত্যেক সপ্তাহে তিন দিন অর্থাৎ রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার পাসপোর্টধারী যাত্রীরা ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারবেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে বাংলাদেশ থেকে প্রতিদিন ভারতে যেতে পারবেন যাত্রীরা।

আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব। এর আগে গত ৮ মে এক নির্দেশনার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত যাত্রীদের যাতায়াতের সময়সীমা নির্ধারণ করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় স্থলপথে ভারত ভ্রমণে গত ২৩ এপ্রিল নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে নিষেধাজ্ঞার আগে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষাগ্রহণে ভারতে আটকে পড়া যাত্রীরা বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র নিয়ে ফিরছিলেন। এ সময় ফেরত আসা কয়েকজন যাত্রীর শরীরে করোনার নতুন ভেরিয়েন্ট পাওয়া যায়। বর্তমানে দেশে সংক্রমণ রোধে সপ্তাহে তিন দিন যাত্রীদের ভারত থেকে ফেরার সময় সীমা নির্ধারণ করা হয়।

বর্তমানে ভারতে যাওয়ার জন্য প্রয়োজন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র, ভারতীয় চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট ও ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো আরটিপিসিআর এ করোনা নেগেটিভ সনদ। ভারত থেকে ফিরতে আসতে লাগছে ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা করানো নেগেটিভ সনদ ও ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ছাড়পত্র।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা