হোম > সারা দেশ > যশোর

যশোরে সাবেক হুইপসহ ১৬৪ নেতা-কর্মীর নামে মামলা

অভয়নগর (যশোর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে সাবেক হুইপসহ আওয়ামী লীগের ১৬৪ জন নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় আসামিদের বিরুদ্ধে গত ৪ আগস্ট জনতা বন্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের অভিযোগ আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার মো. জোবায়ের হোসেন নামে উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন–সাবেক হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুল ওহাব, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত প্রমুখ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাদুল করিম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলায় ১৬৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।’

মামলার এজাহারে বলা হয়েছে, মামলার বাদী মো. জোবায়ের হোসেনের তথ্যমতে, গত ৪ আগস্ট দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানার পার্শ্বে নওয়াপাড়া ফেরিঘাট চত্বরে বেআইনিভাবে জনতা বন্ধে অগ্নিসংযোগ করে পথরোধ করে। এবং হত্যার উদ্দেশ্যে বোমা বিস্ফোরণ করা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষতিসাধন করে আসামিরা।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা