হোম > সারা দেশ > যশোর

বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও করতেন অস্ত্রোপচার, হাতেনাতে ধরা

কেশবপুর (যশোর) প্রতিনিধি 

বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও অস্ত্রোপচারের সময় ধরা পড়েন ফিরোজ কবীর। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে বিশেষজ্ঞ চিকিৎসক না হয়েও অস্ত্রোপচার করছিলেন এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। ভ্রাম্যমাণ আদালত অভিযানে তাঁকে হাতেনাতে ধরে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত চিকিৎসক ফিরোজ কবীর, যিনি সাগরদাঁড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কেন্দ্রে কর্মরত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো)। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে অস্ত্রোপচার চালিয়ে আসছিলেন।

আটক ফিরোজ কবীর। ছবি: সংগৃহীত

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার রাতে পৌর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিকে সেকমো ফিরোজ কবীর হার্নিয়া আক্রান্ত লুৎফর রহমান নামের এক রোগীকে অপারেশন করছিলেন। গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদল চিকিৎসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে এসে অস্ত্রোপচারের সময় তাঁকে হাতেনাতে আটক ধরেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ভুয়া পরিচয়ে অস্ত্রোপচারের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ফিরোজ কবীরকে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া হার্নিয়া অপারেশন করা ওই রোগীকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ বলেন, ‘বিশেষজ্ঞ চিকিৎসকের অনুমোদন ছাড়া অপারেশন করা শাস্তিযোগ্য অপরাধ। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

কেশবপুর শহরের কপোতাক্ষ সার্জিক্যাল ক্লিনিক। ছবি: সংগৃহীত

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আজ রোববার (২ ফেব্রুয়ারি) দণ্ডপ্রাপ্ত ফিরোজ কবীরকে যশোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক