হোম > সারা দেশ > খুলনা

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে শাহিনুর বেগম (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে পুলিশ জানায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গুয়াতলা গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত শাহিনুর মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী। 

গৃহবধূ হত্যাকাণ্ডের শিকার হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাসসুদ্দিন।

ওসি শাসসুদ্দিন বলেন, ‘জাকির তালুকদারের সঙ্গে চাচাতো ভাই ফেরদাউস তালুকদারের জমিজমার বিরোধ চলছিল। এ নিয়ে আজ সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদের একপর্যায়ে সংঘর্ষে হয়। এ সময় ফেরদাউস লাঠি দিয়ে মাথায় আঘাত করলে শাহিনুর বেগম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মারধরের সময় উভয় পক্ষের ৫ জন আহত হন।’ 

ওসি শাসসুদ্দিন আরও বলেন, ‘শাহিনুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় থানায় এখনো মামলা হয়নি। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা পালিয়ে গেছেন। তাঁদের আটকের চেষ্টা চলছে।’

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা