হোম > সারা দেশ > সাতক্ষীরা

কুড়িয়ে পাওয়া অস্ত্র-গুলি থানায় ফিরিয়ে পুরস্কার পেল ২ শিশু

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি কুড়িয়ে পাওয়ার পর থানায় ফেরত দিল দুই শিশু। গতকাল সোমবার সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা আমিনুর রহমানকে এসব আগ্নেয়াস্ত্র ফিরিয়ে দিলে তাদের পুরস্কার দেওয়া হয়। 

পুলিশ সূত্র জানায়, উপজেলা সদরের হায়বাদপুর গ্রামের দুই শিশু খেলার সময় বাড়ির পাশের বাঁশ বাগানে এসব গুলি ও অস্ত্র খুঁজে পায়। পরে সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে তারা কুড়িয়ে পাওয়া গুলি ও রিভলবার নিয়ে থানায় গিয়ে জমা দেয়। এ সময় তাদের দায়িত্ববোধ ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে ওই পুলিশ কর্মকর্তা দুই শিশুকে পুরস্কৃত করেন। জমা দেওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি রিভলবারসহ ২৪ রাউন্ড রাইফেল ও বন্দুকের গুলি। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মির্জা আমিনুর রহমান বলেন, শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ফিরিয়ে দিয়ে দুই শিশু উদাহরণ সৃষ্টি করেছে। সবাই আন্তরিকতার সঙ্গে চেষ্টা করলে শ্যামনগর থানা থেকে লুট প্রতিটি জিনিসপত্র খুঁজে পাওয়া সম্ভব। 

লুট করা জিনিসপত্র ফিরিয়ে দেওয়ার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনেরও আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা