হোম > সারা দেশ > খুলনা

ন্যায্যমূল্যের দাবিতে সড়কে পেঁয়াজ ছিটিয়ে অবরোধ কৃষকদের

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি বাজার এলাকায় সড়কে পেঁয়াজ ছিটাচ্ছেন কৃষকেরা। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুরে উৎপাদনে লোকসানের মুখে পড়ায় ন্যায্যমূল্যের দাবিতে সড়কে পেঁয়াজ ছিটিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। আজ বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার খলিশাকুন্ডি বাজারে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এসব কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে জানা গেছে, খেত থেকে পেঁয়াজ তোলার শুরুতেই দাম কম হওয়ায় লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। দাম বৃদ্ধির দাবিতে তাঁরা অবরোধ করে সড়কে পেঁয়াজ ছিটিয়েছেন।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া একলাসুর রহমান নামের এক কৃষক বলেন, বিঘা প্রতি দেড় লাখ টাকার বেশি খরচ করে পেঁয়াজের চাষ করেছি। আশা ছিল ভালো দাম পাব। তবে বাজারে নতুন পেঁয়াজ উঠতে শুরু না করতেই দাম কমে দাঁড়িয়েছে ৩৫ টাকায়। যার ফলে আমরা লোকসানের মুখে পড়েছি। তাই দাম বাড়ানোর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি।

কহর আলী নামের আরেক কৃষক বলেন, পেঁয়াজের যা বাজার দর এতে আমাদের খরচ তো দূরের কথা বীজের দামি উঠবে না।

সড়ক অবরোধের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, আজ ৪টা থেকে সড়ক অবরোধ করে পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে কৃষকেরা সড়কে অবস্থান নেন। সন্ধ্যা ৭ পর্যন্ত আমাদের পুলিশ সদস্যরা ওখানে আছে পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ করছেন।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, পেঁয়াজের দাম বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করেছেন কৃষকেরা। তাঁদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে