হোম > সারা দেশ > খুলনা

চারতলা থেকে লাফ দিয়ে কলেজছাত্রের আত্মহত্যার চেষ্টা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিজ বাড়ির চার তলা থেকে লাফ দিয়ে সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের আত্মহত্যা চেষ্টার করেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বিনতলা মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। 

চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সাব্বির জ্বিনতলা পল্লিকপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

ঘটনাস্থলের নির্মাণাধীন বাড়ির কর্মরত টাইলস মিস্ত্রি বাদল উদ্দীন বলেন, ‘আমি ওই বাড়ির মধ্যে কাজ করছিলাম। এ সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ ও মানুষের চিৎকারে ছুটে বাইরে বের হয়ে জানতে পারি এক যুবক চারতলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। এ সময় আমরা তাঁকে উদ্ধার করে হাপসাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। ডাক্তার তাঁকে হাসপাতালে ভর্তি রেখেছে।’ 

আহত সাব্বিরের কয়েকজন বন্ধু জানান, দীর্ঘদিন যাবৎ একটি মেয়ের সঙ্গে সাব্বিরের প্রেমের সম্পর্ক চলে আসছিল। তবে কিছুদিন ধরে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। তবে কি কারণে এই মনোমালিন্য তা কারও জানা নেই। সাব্বিরের বন্ধুদের ধারণা এই মেয়েটির সঙ্গে বিরোধের কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন। 

চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘বিকেল ৫টার একটু পরেই কয়েকজন ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নেন। তাঁর শরীরে ও মুখে বেশ কয়েকটি আঁচড় ও কাটার চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে সাব্বিরকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে। 

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি