হোম > সারা দেশ > খুলনা

চারতলা থেকে লাফ দিয়ে কলেজছাত্রের আত্মহত্যার চেষ্টা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিজ বাড়ির চার তলা থেকে লাফ দিয়ে সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের আত্মহত্যা চেষ্টার করেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা পৌর শহরের জ্বিনতলা মল্লিকপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। 

চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী সাব্বির জ্বিনতলা পল্লিকপাড়ার শহিদুল ইসলামের ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। 

ঘটনাস্থলের নির্মাণাধীন বাড়ির কর্মরত টাইলস মিস্ত্রি বাদল উদ্দীন বলেন, ‘আমি ওই বাড়ির মধ্যে কাজ করছিলাম। এ সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ ও মানুষের চিৎকারে ছুটে বাইরে বের হয়ে জানতে পারি এক যুবক চারতলা থেকে লাফ দিয়ে নিচে পড়েছে। এ সময় আমরা তাঁকে উদ্ধার করে হাপসাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। ডাক্তার তাঁকে হাসপাতালে ভর্তি রেখেছে।’ 

আহত সাব্বিরের কয়েকজন বন্ধু জানান, দীর্ঘদিন যাবৎ একটি মেয়ের সঙ্গে সাব্বিরের প্রেমের সম্পর্ক চলে আসছিল। তবে কিছুদিন ধরে তাদের দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। তবে কি কারণে এই মনোমালিন্য তা কারও জানা নেই। সাব্বিরের বন্ধুদের ধারণা এই মেয়েটির সঙ্গে বিরোধের কারণেই তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন। 

চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎপলা বিশ্বাস বলেন, ‘বিকেল ৫টার একটু পরেই কয়েকজন ব্যক্তি ওই যুবককে জরুরি বিভাগে নেন। তাঁর শরীরে ও মুখে বেশ কয়েকটি আঁচড় ও কাটার চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাৎক্ষণিক চিকিৎসা শেষে সাব্বিরকে হাসপাতালের সার্জারি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হতে পারে। 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক