হোম > সারা দেশ > সাতক্ষীরা

গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

মোকসেদ আলী শেখ ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

খবর পেয়ে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, দুপুরে মোকসেদ আলী ধান ঝাড়ার সময় চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। তাঁদের গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় মুড়াগাছা গ্রামের আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তাঁর স্ত্রী সুমি বেগমসহ (২৮ কয়েকজন মিলে মোকসেদ আলীকে বেধড়ক মারধর এবং ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে মোকসেদ আলী শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: যুবশক্তির সেই নেত্রী কারাগারে

খুলনায় শ্রমিক শক্তির নেতা মোতালেব হত্যার চেষ্টা: মামলা ডিবিতে, গ্রেপ্তার তন্বি অন্তঃসত্ত্বা হওয়ার দাবি

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় মামলা

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় পুলিশের সোর্স সন্দেহে বাড়ি থেকে ডেকে যুবকের দুই হাতের কবজি কর্তন

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধের ঘটনায় তরুণী আটক

এনসিপি নেতা গুলিবিদ্ধ: রহস্য উদ্‌ঘাটনে এক তরুণীকে খুঁজছে পুলিশ

খুলনায় শ্রমিক শক্তি নেতা গুলিবিদ্ধের ঘটনায় জামায়াত সেক্রেটারির উদ্বেগ

খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতা শঙ্কামুক্ত