হোম > সারা দেশ > সাতক্ষীরা

গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা

তালা (সাতক্ষীরা)  প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালায় গরুতে ধান খাওয়ার প্রতিবাদ করায় মোকসেদ আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে উপজেলার মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

মোকসেদ আলী শেখ ওই গ্রামের বাসিন্দা ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

খবর পেয়ে সাতক্ষীরার সহকারী পুলিশ সুপার হাসানুর রহমান ও তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, দুপুরে মোকসেদ আলী ধান ঝাড়ার সময় চাচাতো বোন রুপবানের গরু এসে ধান খাচ্ছিল। তাঁদের গরু আটকাতে বলায় উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়। এ সময় মুড়াগাছা গ্রামের আনিস শেখের স্ত্রী রুপবান (৫৫), ছেলে আক্তারুল শেখ (৩৫), তাঁর স্ত্রী সুমি বেগমসহ (২৮ কয়েকজন মিলে মোকসেদ আলীকে বেধড়ক মারধর এবং ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর স্ত্রী সাহায্যের জন্য এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থল থেকে মোকসেদ আলী শেখের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ