হোম > সারা দেশ > বাগেরহাট

সরকারি সার রাতে বিক্রির চেষ্টা, ডিলার গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের ফকিরহাটে কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জব্দ করা সরকারি সার। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের ফকিরহাটে সরকারি সার কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় জনতার হাতে দুটি ভ্যান আটক করা হয়েছে। পরে চালকের স্বীকারোক্তি অনুযায়ী সংশ্লিষ্ট ডিলারকে আটক ও সারগুলো জব্দ করে পুলিশ।

গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার বাহিরদিয়া-মানসা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মল্লিক রফিকুল ইসলাম বাহিরদিয়া-মানসা ইউনিয়নের বিসিআইসির সারের ডিলার।

এ ঘটনায় কৃষি বিভাগের পক্ষ থেকে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা আজ রোববার ফকিরহাট মডেল থানায় মামলা করেছেন। এজাহার সূত্রে জানা গেছে, শনিবার রাতে দুটি ভ্যানে করে ১০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা ডিএপি সার বিক্রির জন্য রূপসা উপজেলার আলাইপুর বাজারে নেওয়ার সময় এলাকাবাসী আটক করেন। খবর পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বালা ও ফকিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেন। সরকারি সার এক উপজেলা থেকে অন্য উপজেলায় বিক্রি নিষিদ্ধ। এটি শুধু সরকারি মূল্যে সংশ্লিষ্ট উপজেলার কৃষকদের কাছে বিক্রির বিধান রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সেখ সাখাওয়াত হোসেন বলেন, ‘রফিকুল ইসলামের বিরুদ্ধে কৃষি বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তিনি যেহেতু গ্রেপ্তার, তাই কৃষকদের নিয়মিত সার সরবরাহের জন্য কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিশ্চিত করতে ইউএনওর সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, সার ডিলার মল্লিক রফিকুল ইসলামের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। তাঁকে আদালতে পাঠানো হবে।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার