হোম > সারা দেশ > খুলনা

কুমিল্লায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ৬

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবদুল মালেক (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল মালেক ওই গ্রামের মির্জা আলীর ছেলে।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহম্মেদ। এই ঘটনায় অভিযুক্ত কামাল উদ্দিনসহ ছয়জনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত আবদুল মালেকের সঙ্গে পার্শ্ববর্তী আবদুল হাকিমের ছেলে মো. কামাল উদ্দিন গংয়ের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা চলে আসছিল। গতকাল রাত সাড়ে ৯টার দিকে এর জের ধরে উভয় পক্ষ ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে কামাল উদ্দিনের নেতৃত্বে ছয়-সাতজন বৃদ্ধ আবদুল মালেককে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে বিদ্যুতের আলো নিভিয়ে দেয়। পরে তাঁকে ক্রিকেট স্টাম্প দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় আবদুল মালেককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কামাল উদ্দিন গংদের বাড়ি ঘেরাও করে । খবর পেয়ে থানা থেকে পুলিশ গিয়ে অভিযুক্ত কামাল উদ্দিনসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেয়।

নিহতের ছেলে মহিন উদ্দিন বলেন, ‘কামাল উদ্দিন গংদের সঙ্গে আমাদের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। শুক্রবার বিকেলে কামাল উদ্দিনরা বিরোধপূর্ণ জমিতে বেড়া নির্মাণ করছিলেন। এ সময় আমার বাবা বাধা দেন। এর জের ধরে তারা রাত সাড়ে ৯টায় পরিকল্পনা করে আমার বাবার ওপর হামলা করে এবং ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করে হত্যা করে।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহম্মেদ বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আবদুল মালেককে কামাল উদ্দিন গংরা ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী কামাল উদ্দিনের বাড়ি ঘেরাও করে। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কামাল উদ্দিনসহ ছয়জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা