হোম > সারা দেশ > সাতক্ষীরা

শেখ হাসিনার গাড়িবহরে হামলা: বিএনপি নেতা হাবিবসহ ৪৬ নেতা-কর্মীর জামিন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় জামিন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন নেতা-কর্মী। আজ মঙ্গলবার হাইকোর্টের ১১ নম্বর বেঞ্চ তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেছেন। 

হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা আক্তার বকুল জামিনের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আদালত সাবেক এমপি হাবিবসহ বিএনপির ৫০ জন নেতা-কর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা দেন। 

এর মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছরের সাজা দেওয়া হয়। নিম্ন আদালতের এ রায়ের বিরুদ্ধে কারাবন্দী বিএনপি নেতা-কর্মীদের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। আদালত হাবিবসহ কারাবন্দী ৪৬ জনের জামিন মঞ্জুর করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘এর ফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবসহ অন্য আসামিদের কারাগার থেকে মুক্তি পেতে আর কোনো বাধা রইল না।’ 

এদিকে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের জামিন পাওয়ার খবরে সাতক্ষীরার তালায় আনন্দমিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় উল্লাস প্রকাশ করেন যুবদল, ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য