হোম > সারা দেশ > খুলনা

খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

খুলনা প্রতিনিধি

গ্রেপ্তার চার ছাত্র। ছবি: সংগৃহীত

খুলনায় পুলিশ ও সমন্বয়ক পরিচয়ে মারধর, চাঁদাবাজির ঘটনায় সুন্দরবন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সান্নু ইসলাম সালাহউদ্দিনসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ভুক্তভোগী ইখতিয়ার উদ্দিন সুমন নগরীর সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। এ মামলায় আজ শুক্রবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন খুলনা সিটি কলেজের প্রাক্তন ছাত্র মাসুদ রানা, বাগেরহাট পিসি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সাল মাহমুদ ও সুন্দরবন আদর্শ কলেজের ছাত্র রিফাত পারভেজ রাফি।

এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর বয়রা আন্দিরপুকুর এলাকার সুমনের বাড়ি থেকে ওই চারজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, ওই চারজন ডিবি পরিচয়ে বাড়িতে ঢোকেন। এরপর নিজেদের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে বলেন, ‘তোরা অনলাইন জুয়ার বোর্ড চালাস, আমাদেরকে ২ লাখ টাকা দিতে হবে।’ সুমন চাঁদা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করা হয় এবং ঘরের আলমারি থেকে দুই জোড়া সোনার কানের দুল, একটি সোনার আংটি, একটি ল্যাপটপ এবং তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেন তাঁরা। এ সময় সুমন ঢালির চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁদের আটক করে পুলিশে খবর দেন। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এসআই শাহাদাত হোসেন বলেন, আটক চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

সাত দফা দাবিতে মিরপুরে রেলপথ অবরোধ, দুই ঘণ্টা পর প্রত্যাহার

খুলনার পূর্ব রূপসায় যুবককে গুলি করে হত্যা

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী