হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা কিশোরীর অনশন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় কনকনে শীত উপেক্ষা করে বিয়ের দাবিতে প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে অনশনে বসেছে অন্তঃসত্ত্বা এক কিশোরী (১৬)। আজ শুক্রবার বিকেলে উপজেলার মাগুরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

এ নিয়ে এলাকার জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় রাসেল বাদশার বাড়িতে ভিড় জমান এলাকাবাসী। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে উপজেলার মাগুরডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে রাসেল বাদশা বাড়িতে এক কিশোরী বিয়ের দাবিতে অনশন শুরু করে। এ সময় প্রেমিক রাসেল বাদশার অভিভাবকেরা বিয়ের আশ্বাস দিয়ে ওই কিশোরীকে তাঁর বাড়িতে ফেরত পাঠানো চেষ্টা করে ব্যর্থ হন।

ভুক্তভোগী কিশোরী বলেন, ‘প্রায় এক বছর আগে রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে আমি অন্তঃসত্ত্বা। আমার গর্ভে দুই মাসের সন্তান রয়েছে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়েও বিয়ে করছে না। আমার দাবি, বিয়ের বিষয়টির সুরাহা করতে হবে। তা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না।’

প্রেমিক রাসেল বাদশার বাবা ও ইউপি সদস্য মইনুল ইসলাম বলেন, ‘আমার ছেলে যদি দোষী হয়, তা হলে তাদের বিয়ে ব্যবস্থা করব।’

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বাগেরহাটে জাপানপ্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

অস্ত্র তৈরির কারখানার সন্ধান: চার ঘণ্টা পর আগের বক্তব্য প্রত্যাহার করল পুলিশ

খুলনা ওয়াসা: প্রকল্প পরিচালক হলেন ষষ্ঠ গ্রেডের প্রকৌশলী

লেদ কারখানা থেকে উদ্ধার যন্ত্রাংশ দিয়ে ৩০ অস্ত্র তৈরি করা যেত: পুলিশ

খুলনায় ভাবিকে হত্যার অভিযোগে দেবর আটক

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ২

লিচুগাছে নারীর ঝুলন্ত লাশ, রয়েছে আঘাতের চিহ্ন

যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ গাংনীতে গ্রেপ্তার ১

মাথায় আঘাত ও বালিশচাপায় মাকে হত্যা, ৬ লাখ টাকা নিয়ে ছেলে উধাও

নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনতাইচেষ্টা, যুবক আটক