হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরার সাবেক সাংসদ বিএম নজরুলের মৃত্যু

কলারোয়া প্রতিনিধি (সাতক্ষীরা)

সাবেক সাংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বিএম নজরুল ইসলাম মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় তিনি ঢাকা স্পেশালাইডজ হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি কলারোয়া উপজেলার রায়টা গ্রামের মরহুম রাজাউল্লাহর ছেলে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। এ ছাড়া তিনি সাতক্ষীরা-১ আসনের (তালা-কলারোয়া) সাবেক সংসদ সদস্য।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম বলেন, বিএম নজরুল ইসলাম মৃত্যুকালে ৪ মেয়ে ১ ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই এলাকার মধ্যে তিনি আওয়ামী লীগের একজন অন্যতম সাংগঠনিক প্রবীণ নেতা ছিলেন। কয়েক মাস আগে হার্ট জনিত রোগের সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। সম্প্রতি বাংলাদেশের রাজধানী শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ৩ দিন যাবৎ ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২ তিনি সেখানে মারা যান। 

পরিবার সূত্রে জানা যায়, মৃতদেহ ঢাকা থেকে আজ রাতের মধ্যে কলারোয়ায় তাঁর পরিবারের নিকট এসে পৌঁছাবে। আগামীকাল শুক্রবার সকাল ৮টার সময় কলারোয়া পৌর সদরের সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে গার্ড অব অনার প্রদান ও জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। 

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী

দুর্যোগে বন্য প্রাণী রক্ষা করবে ‘টাইগার টিলা’

ঝিনাইদহে সেনাবাহিনীর টহলগাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ৪ সেনাসদস্য