হোম > সারা দেশ > খুলনা

অর্ণব হত্যাকাণ্ডের বিচার দাবি খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

খুবি প্রতিনিধি 

অর্ণব কুমার সরকার। ছবি: সংগৃহীত

সন্ত্রাসীদের গুলিতে নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এমবিএর ছাত্র অর্ণব কুমার সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ)। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সঠিক বিচারের দাবি জানানো হয়েছে।

আজ শনিবার সকালে খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ও খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র অর্ণব কুমার সরকার গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এই বর্বরোচিত হত্যার তীব্র নিন্দা এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের যথাযথ শাস্তির দাবি জানায় কুআ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অর্ণব কুমার সরকারের মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানানো হয়।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনার শেখপাড়া তেঁতুলতলা মোড়ে চা পান করছিলেন অর্ণব। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাঁকে গুলি করে। তাতে মাটিতে পড়ে গেলে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অর্ণব খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র ছিলেন।

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে

সুন্দরবনে পর্যটকবাহী নৌযান ধর্মঘট, বিপাকে ঘুরতে আসা দর্শনার্থীরা

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা