হোম > সারা দেশ > সাতক্ষীরা

পরিবেশের ছাড়পত্র নেই, ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি

পরিবেশের ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এক ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় আরেক ভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনী ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, সদর উপজেলার বাবুলিয়ায় দুটি ভাটায় অভিযান চালানো হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় লিয়াকত হোসেনের বি বি ব্রিকস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করায় মেহের আলী সরদারের এস বি এল ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫

খুবির প্রথম বর্ষের চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

খুলনায় দুর্বৃত্তদের হামলায় দুই যুবক গুরুতর আহত

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

মাগুরা-২: রাজনীতি থেকে অবসরের ঘোষণা সাবেক এমপি কাজী সালিমুল হকের

খুলনায় মা হত্যায় ছেলে গ্রেপ্তার