হোম > সারা দেশ > সাতক্ষীরা

পরিবেশের ছাড়পত্র নেই, ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি

পরিবেশের ছাড়পত্র না থাকায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এক ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় আরেক ভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়ায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনী ও পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম জানান, সদর উপজেলার বাবুলিয়ায় দুটি ভাটায় অভিযান চালানো হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র না থাকায় লিয়াকত হোসেনের বি বি ব্রিকস বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করায় মেহের আলী সরদারের এস বি এল ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

খুলনার বটিয়াঘাটা: পাউবোর জমি দখলে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান

মোংলায় পশুর নদের তীর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাগুরায় ভোটকেন্দ্রের ক্যামেরা দিনে স্থাপন, রাতেই ভাঙচুর

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

খুলনায় জেলা পরিষদের সেই প্রশাসনিক কর্মকর্তাকে ‘স্ট্যান্ড রিলিজ’

খুলনায় পক্ষপাতের অভিযোগ পরওয়ারের, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা মঞ্জুর

খুলনায় এনসিপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, ৩ জন কারাগারে

এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার খোঁজে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৩

খুলনায় মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনার ৬ আসন: সর্বোচ্চ ব্যয় করবেন বিএনপির আলী আসগর লবী