হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে পুলিশের বাধায় পণ্ড বিএনপির কালো পতাকা মিছিল

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পুলিশের বাধায় পণ্ড হয়েছে বিএনপির কালো পতাকা মিছিল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব বন্দীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ের কালো পতাকা মিছিলে নামে তারা। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতা–কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় অনেকেই ছত্রভঙ্গ হয়ে যান। 

এরপর জেলা বিএনপির সভাপতিসহ কিছু নেতা-কর্মী দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে দলীয় কার্যালয় থেকে তাঁরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন দলীয় কার্যালয়ের সামনেই তাঁদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা। 

এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যরা বক্তব্য দেন। 
 
এদিকে দলীয় কার্যালয়ের সামনের সংক্ষিপ্ত সমাবেশে দলটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু বলেন, ‘বর্তমান সংসদ ভারতীয় আধিপত্যবাদী শক্তির একটি এক্সটেনশন সংসদ। এই সংসদ অবৈধ। তাই এই অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে একটি নিরপেক্ষ সরকার গঠনের দাবি জানাই।’ 

এদিকে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, সরকার দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এই দেশকে ভারতের কাছে ইজারা দেওয়া হয়েছে। এই সমাবেশ থেকে ভারতের সকল পণ্য বর্জন করতে হবে। সঙ্গে এই সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি।

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার