হোম > সারা দেশ > নড়াইল

নড়াইলে মরদেহ বহনের খাটিয়া নিয়ে আসার সময় ট্রাকের ধাক্কায় নিহত ৩

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় মরদেহ বহনের খাটিয়া নিয়ে আসার সময় ট্রাকের ধাক্কায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছগ্রাম) সামনে মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতরা হলেন পৌরসভার মাইটকুমড়া গ্রামের হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২১), রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৪) ও জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০)। আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ। 

পুলিশ সূত্রে জানা গেছে, রাসেলের বৃদ্ধা দাদির মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়া বহন করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন চারজন। লোহাগড়া-ভাটিয়াপাড়া-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া এলাকায় পৌঁছালে লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন একজন। আহত কুইন শেখকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। 

লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে