হোম > সারা দেশ > যশোর

বেনাপোল বন্দরে আবারও ককটেল, এক সপ্তাহে উদ্ধার ৬৬টি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল বন্দর এলাকা থেকে ফের ২৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র‍্যাবের সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি। এ নিয়ে গত এক সপ্তাহে পুলিশ ও র‍্যাবের তিনটি পৃথক অভিযানে ৬৬টি ককটেল উদ্ধার করা হলো। 

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরের কেমিক্যাল শেডের পাশ থেকে পরিত্যক্ত ককটেলগুলো উদ্ধার করে যশোর 
র‍্যাব-৬ এর সদস্যরা। 

র‍্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর সাকিব হোসেন বলেন, ‘গোপন খবরে জানতে পারি নাশকতা সৃষ্টির জন্য সন্ত্রাসীরা বেনাপোল স্থলবন্দর এলাকায় ককটেল মজুত করছে। পরে র‍্যাবের একটি টিম নিয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে বন্দরের ৩৪ নম্বর কেমিক্যাল শেডের পাশ থেকে পরিত্যক্ত ২৫টি তাজা ককটেল উদ্ধার করা হয়। পরবর্তীতে ককটেলগুলো বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হবে।’ 

এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে সেটি তদন্ত করা করা হচ্ছে বলে জানিয়েছেন মেজর সাকিব হোসেন। 

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া জানান, গত এক সপ্তাহে এ নিয়ে পুলিশ ও র‍্যাব তিনটি পৃথক অভিযানে ৬৬টি ককটেল উদ্ধার করল।

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার

খুলনা-১ আসন: সম্পদে এগিয়ে কৃষ্ণ নন্দী, বার্ষিক আয়ে এজাজ খান

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

খুলনা-৩ আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৯টি

হাড়কাঁপানো শীতে কাঁপছে জীবননগর, এক দিনেই তাপমাত্রা কমল ৪ ডিগ্রি

খুলনায় দেশীয় অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার ৫