হোম > সারা দেশ > মেহেরপুর

ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে এক ব্যবসায়ীর বাড়ির সামনে থেকে একটি বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে পৌর শহরের চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠুর বাড়ির প্রধান ফটকের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

জহিরুল ইসলাম মিঠু চৌগাছা ৪ নম্বর ওয়ার্ডের হাসান সরোয়ারের ছোট ছেলে এবং গাংনী বাজারের ওষুধ ব্যবসায়ী।
 
জহিরুল ইসলাম মিঠু আজকের পত্রিকাকে বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে প্রবেশ করার সময় একটি সবুজ কালারের ব্যাগ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার পুলিশ ব্যাগের মধ্যে থেকে লাল টেপ দিয়ে মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করে। 

তিনি আরও বলেন, ‘বর্তমানে আমি ও আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘বোমাসদৃশ বস্তু ও কাফনের কাপড় উদ্ধার করা হয়েছে। ভয়ভীতি দেখানোর জন্য কেউ এটা করতে পারে। এ ধরনের নোংরা কাজ সত্যিই দুঃখজনক। দুষ্কৃতকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক

খুলনা নিউমার্কেট এলাকায় অস্ত্রের মহড়া, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

সুন্দরবনের সেই বাঘ একটু হাঁটাচলা করেছে, খাবার না খেলেও পানি পান করেছে