কুষ্টিয়ার মিরপুরে ফাঁকা ড্রামভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বসতঘরে ঢুকে পড়েছে। এতে একটুর জন্য রক্ষা পেয়েছেন ঘরে ঘুমিয়ে থাকা নাহিদ নামের এক যুবক। গতকাল রোববার রাতে মিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মোশারফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ি চালক পালিয়ে গেছেন।
পিকআপ ভ্যানে চালকের সঙ্গে থাকা মিনারুল ইসলাম নামের এক ব্যক্তি আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার রাতে মেহেরপুরের গাংনী থেকে ফাঁকা ড্রাম ভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে চারজন পাবনার বেড়ায় মাছ আনতে যাচ্ছিলাম। গাংনী থেকেই ড্রাইভার ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। ব্যাপারটি বুঝতে পেরে খলিষাকুন্ডিতে গাড়ি থামিয়ে ড্রাইভারকে ঘণ্টাখানেক ঘুমানোর জন্য বলি।
মিনারুল ইসলাম আরও বলেন, খলিষাকুন্ডিতে ঘণ্টাখানেক ঘুমানোর পর রাত আড়াইটার দিকে মিরপুর বাজার পার হয়ে ডানে মোড় নেওয়ার সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মোশারফপুর এলাকায় সড়কের পাশে একটি বাড়ির ঘরের ভেতরে ঢুকে পড়ে। ঘটনার পর চালক আহম্মদ আলী গাড়ি ফেলে পালিয়ে যান। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাড়ির মালিক হাফিজুল ইসলাম বলেন, পাশের ঘরেই আমি ঘুমিয়ে ছিলাম। অর্ধেক রাতে হঠাৎ পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ভেঙে ছেলের ঘরে ঢুকে পড়ে। একটুর জন্য ছেলেটা প্রাণে বেঁচে গেছে। আমি কৃষক মানুষ। যে ক্ষতি হয়েছে তা পূরণ করার ক্ষমতা আমার নেই। এলাকাবাসী গাড়িতে থাকা লোকদের সঙ্গে কথা বলেছে। ক্ষতিপূরণ পেলে কিছুটা গুছিয়ে নিতে পারব।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনার বিষয় লোক মারফত জানতে পেরেছি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত এ বিষয়ে অভিযোগ পাইনি।