হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে মারামারি থামাতে যাওয়া যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি

নিহত সুফী শেখ। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপায় মারামারি থামাতে যাওয়া এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সুফী শেখ (৩২)। তিনি ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বন্দেখালী গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলীর সঙ্গে তাঁর ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্রিস। সে সময় শাকেন ও তাঁর পরিবারের লোকজন বাধা দিলে তাঁদের মধ্যে মারামারি শুরু হয়।

একপর্যায়ে প্রতিবেশী সুফী মারামারি ঠেকাতে গেলে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাঁকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

খুলনা ওয়াসার দুর্নীতি: ঘুষে বন্ধ বকেয়া বিলের চাপ

‘স্যাক্রোলাইটিস’ রোগে আক্রান্ত: মেধাবী ছাত্রী আসফির বাঁচার আকুতি

খুলনার ৩৬ আসন: বেশি ঝুঁকিতে ৮৪২ কেন্দ্র

যশোরের বীর মুক্তিযোদ্ধা অশোক রায় আর নেই

আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত, প্রাণিচিকিৎসক আশঙ্কাজনক

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাংবাদিক নিহত

খুলনায় আদালত প্রাঙ্গণে জোড়া খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলোর কাছে ১৩ দফা দাবি পরিবেশ ও উন্নয়ন ফোরামের

প্রার্থীর আবেদনের ভিত্তিতে নিরাপত্তা দেওয়া হবে: কেএমপি কমিশনার