হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আহত নাসির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নাসির উদ্দিন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের লুৎফর মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১৭ তারিখ রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপিসংলগ্ন এলাকা দিয়ে নাসির, সোহাগ ও রিপন নামের তিনজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। ধারণা করা হচ্ছে, তাঁরা ‘ধুড়’ (বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতে পাচার) নিয়ে সীমান্ত পেরিয়ে যাচ্ছিলেন।

ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের সদস্যদের সঙ্গে তাঁদের ধস্তাধস্তির একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা গুলি ছোড়েন। এতে নাসিরের বুক, পেট ও পায়ে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। সোহাগ ও রিপন সামান্য আহত হন।

পরে স্বজনেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে নাসিরকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আহত নাসিরের মৃত্যু হয়েছে।

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি

খুলনায় যুবককে গুলি করে হত্যা

জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

ভৈরব নদে পাওয়া লাশটি ‘ঘাউড়া রাজীবের’

খুলনায় ভৈরব নদ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

খুলনা নগরীতে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভয়ংকর চেহারায় আহত বাঘটির গর্জন, সুস্থ হতে ২ মাস লাগবে: বন বিভাগ

সুন্দরবনের পর্যটনবাহী নৌযানমালিকদের ধর্মঘট প্রত্যাহার

সুন্দরবনের কচিখালীতে হরিণসহ শিকারি আটক