হোম > সারা দেশ > ঝিনাইদহ

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচা নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ভাতিজার লাঠির আঘাতে মখলেছুর রহমান বিশ্বাস (৫২) নামে একজন নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত মখলেছুর রহমান বিশ্বাস ওই গ্রামের আকবর আলী বিশ্বাসের ছেলে।

সাধুহাটী ইউনিয়নের বংকিরা পুলিশ ক্যাম্পের এএসআই নাসির উদ্দীন জানান, জমি জায়গা নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের লোকজন বিরোধে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ইট পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়লে উভয় পক্ষের ৫ থেকে ৬ জন আহত হন।

তিনি আরও বলেন, চাচাতো ভাইয়ের ছেলে আলম ও সাইদুর রহমান কবরস্থানের পাশে বাড়ি করতে চাইলে মখলেছুর রহমান বাধা সৃষ্টি করে ও তাঁর প্রাচীর ভেঙে দেয়। মূলত এ নিয়ে দীর্ঘদিন ধরেই বিশ্বাস পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। এই বিরোধ নিয়ে ঝিনাইদহ সদর থানায় বহুবার বিচার সালিস হয়েছে। আজ শনিবার আসরের নামাজের পর হঠাৎ তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ভাতিজার লাঠি ও ইট পাটকেলের আঘাতে মখলেছুর রহমান গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজন আনিছুর রহমান জানান, আহত অবস্থায় মখলেছুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ সোহেল  রানা জানান, ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর একটি ঘটনা ঘটেছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেননি।

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল