হোম > সারা দেশ > ঝিনাইদহ

হাসপাতালে ‘চুরি করতে গিয়ে’ আটক নারী, পালিয়েছে বড় বোন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চোর সন্দেহে এক নারীকে আটক করেছে উপস্থিত জনতা। এ সময় তাঁর কাছ থেকে খোয়া যাওয়া দুই হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছেন তাঁরা।

এ দিকে আটক ওই নারীর দাবি, তিনি অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর বোনের সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন। তাঁকে আটকের পর তাঁর বড় বোন পালিয়ে গেছেন।

পুলিশ বলছে, ওই নারীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তিনি তাঁর বোনসহ যশোরে থাকেন। সেখান থেকে গিয়ে তাঁরা চুরির কাজ করেন। চুরির বিষয়টি তিনি স্বীকার করেছেন।

আজ বুধবার সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনার পর পুলিশ ওই তরুণীকে থানায় নিয়েছে। আটক তরুণীর নাম বোন রিফা (২৫)। তাঁর বোনের নাম ইমা খাতুন (৩০)।

স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও রোগীর স্বজনেরা বলছে, হাসপাতালের আউটডোরে প্রতিদিনই রোগীদের ভিড় হয়। এ কারণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়। ওষুধও এভাবেই নিতে হয়। এ সুযোগে চোরচক্রও লাইনে দাঁড়িয়ে নারী রোগীদের ব্যাগ থেকে মোবাইল, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র চুরি করে। এটি কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নিত্য দিনের ঘটনা।

আজকের ঘটনার বর্ণনা দিতে গিয়ে উপস্থিত জনতা জানায়, প্রতিদিনের মতো বুধবার সকালে রোগীরা টিকিট কাটতে ও ওষুধ নিতে লাইনে দাঁড়ায়। এর মধ্যে চারজনের ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। সেখানে চুরি করার সময় ওই নারীকে হাতেনাতে ধরা হয়। পরে তাঁর কাছ থেকে দুই হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় তাঁর বোন পালিয়ে যায়।

ঘটনাস্থলে কলেজ পাড়ার এলাকার তানিয়া খাতুনের ২ হাজার ৬০০ টাকা, বিদ্যাধরপুর গ্রামের জারেকা ১ হাজার ৫০০ টাকা, শাপলা খাতুনের ২ হাজার ৯০০ টাকা চুরি গেছে বলে দাবি করেছেন।

আটক তরুণী রিফা বলেন, ‘ঈদের আগে বোনের বাড়িতে এসেছিলাম। আমার পেটে বাচ্চা। তাই বোন আমাকে বলল মেডিকেলে যাওয়ার জন্য। আমি তাঁর সঙ্গে এসেছিলাম। ধরা পড়ার পর আমাকে ফেলে রেখে পালিয়েছে। আমার বোন এখানে কালিগঞ্জ বেদে পল্লিতে থাকে।’ 

এ বিষয়ে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) কাজী ইউনুচ আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই নারী থানায় রয়েছে। তিনি চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাঁর সঙ্গে বড় বোন ছিলেন। তিনি পালিয়ে গেছেন। তবে এ ঘটনায় মামলা হবে কি না এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা