হোম > সারা দেশ > ঝিনাইদহ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিনাকুণ্ডে ঈদ উদ্‌যাপন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ঈদের নামাজ আদায়। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বেশ কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা রেজাউল ইসলাম।

আয়োজকেরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ২০০৩ সাল থেকে তাঁরা বছরে দুটি ঈদের জামাতের আয়োজন করে আসছেন। এবারও উপজেলার দখলপুর, নারায়ণকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়িয়া, পারফলসী, পায়রাডাঙ্গা, শৈলকূপার ভাটই বাজার এলাকার শতাধিক মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

ঈদ জামায়াত কমিটির সদস্য শাখাওয়াত হোসেন জানান, আগে ঈদের নামাজের আয়োজন করতে হলে থানায় অনুমতি চেয়ে চিঠি দিতে হতো। এখন মোবাইল ফোনে জানিয়ে দিই। প্রথম প্রথম ঈদের জামাত করতে একটু ভয়ে থাকতে হতো, এখন আর সেই ভীতি নেই।

ঈদের জামাতে নামাজ পড়তে আসা সোলাইমান হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডে ঈদের জামাত করে আসছি। আগে শুধু হরিণাকুণ্ডুতেই ঈদের জামাত হতো। এখন পায়রাডাঙ্গা, নিত্যানন্দপুরসহ তিনটি জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সভাপতি আ ন ম বজলুর রহমান বলেন, ওআইসিভুক্ত দেশগুলোসহ বিশ্বের বেশির ভাগ মুসলিম উম্মাহ আজ ঈদুল আজহা উদ্‌যাপন করছে। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও সমস্ত মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও ঐক্য কামনায় দোয়া করা হয়।

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল

ভোট চুরির এমপি হতে চাই না: অ্যাটর্নি জেনারেল

ঝিনাইদহে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী নিহত, বন্ধু আহত

হাদির মৃত্যু: ঝিনাইদহে আ.লীগের ২ নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা

ভেকুর সামনে শুয়ে পড়লেন ইটভাটার শ্রমিকেরা, বাধার মুখে ফিরে গেলেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা

ঝিনাইদহের চার আসন: বিএনপিতে মনোনয়ন পেতে তোড়জোড়, প্রচারে সবাই

চিকিৎসা ব্যয় মেটাতে দ্বারে দ্বারে সাহেব আলী, বাঁচার আকুতি

ঝিনাইদহে বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

অবৈধ ট্রাক টার্মিনাল উচ্ছেদ