হোম > সারা দেশ > ঝিনাইদহ

সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। তিনি ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা এবং সে দেশের পুলিশের এসএসআই।

আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কীভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে দেশের অভ্যন্তরে পালিয়ে ছিলেন। এরপর ১৩ আগস্ট সন্ধ্যার দিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবি তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ‘আদালত থেকে জামিনে বের হওয়ার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন।’

ঝিনাইদহে ট্রেনে পাথর নিক্ষেপ, ৪ তরুণ আটক

আচরণবিধি ভঙ্গ করায় কৃষক দল নেতাকে জরিমানা

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা