ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভেজাল গুড়সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার পীর-গোপালপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম বছির উদ্দিন মণ্ডল। তিনি ওই গ্রামের হাশেম মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু সায়েম আজকের পত্রিকাকে জানান, দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে খেজুরের রসের সঙ্গে চিনি এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পাউডার মিশিয়ে গুড় তৈরি করছিলেন বছির উদ্দিন মণ্ডল। এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাতে ওই বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।
সে সময় বছির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ভেজাল গুড় তৈরির কথা স্বীকার করেন। তখন তার বাড়ি থেকে চিনি ও পাউডার মেশানো ১০৫ কেজি গুড় জব্দ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।