হোম > সারা দেশ > ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে দালালসহ ৫ জন গ্রেপ্তার 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতে অনুপ্রবেশের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গতকাল রোববার রাত ১১টার দিকে সীমান্তের মাটিলা বিইউপির যাদবপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের পারাপারে সহযোগিতা করার অপরাধে দুই দালালকে গ্রেপ্তার করে বিজিবি। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ঢাকা জেলার গৌরাঙ্গ সরদারের ছেলে সাগর সরদার (২৩), নারায়ণগঞ্জ জেলার রঘুনাথপুর গ্রামের বাবুল চন্দ্র মণ্ডলের ছেলে হিমু মণ্ডল (২২), খুলনা জেলার ডাকবাংলা রেল কলোনি গ্রামের মৃত সোবাহান মাঝীর ছেলে জুম্মান মাঝী (২৬)। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল, মৃত ফজলুর রহমানের ছেলে মো. আনিছুর রহমান (৩৬) এবং আবদুল রহমানের ছেলে মো. শামীম মণ্ডল (৩২)। তাঁরা দুজনেই ঝিনাইদহের মহেশপুরের বাসিন্দা। 

মহেশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক তসলিম মো. তারেক আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এক মেইল বার্তায় জানান, মহেশপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে প্রবেশ করার জন্য সীমান্তের জুলুলী গ্রামের মো. আনিছুর রহমানের বাড়িতে কিছু মানুষ অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে বিজিবির সদস্যরা রাতে অভিযান চালিয়ে আনিছুর রহমানের বাড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদেরকে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করা এবং সহায়তা করার অপরাধে দুজন দালালের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করে থানায় পাঠানো হয়েছে। 

‘বিএনপি ক্ষমতায় না এলে ভাত খাব না’ বলা নিজামের স্বপ্ন পূরণ হলো না

ঝিনাইদহে ইছামতী নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহ-৪: রাশেদ খানকে অফিস ছেড়ে দিতে হুমকির অভিযোগ

ঝিনাইদহে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে, দুজন নিহত

ঝিনাইদহ-৪ আসনে ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নেতার মনোনয়নপত্র দাখিল

আমাকে তারেক রহমান মনোনীত করে পাঠিয়েছেন: রাশেদ খান

ঝিনাইদহ-১ আসনে সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেলের মনোনয়নপত্র জমা

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

গণঅধিকারের রাশেদকে আসনছাড়, কানে ধরে দলত্যাগ বিএনপি কর্মীর

২৮ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেব: ঝিনাইদহে অ্যাটর্নি জেনারেল